স্বপ্ন শুধু দেখার বিষয় নয়। স্বপ্ন পূরণ করার মাঝেই পূর্ণ সার্থকতা। জীবনে সেই ব্যক্তি সার্থক এবং সফল যে তার স্বপ্ন পূরণ করেছে। আমরা অনেক সপ্নই দেখি। সব হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে চেষ্টা করতে দোষ কি? অন্তত বলতে পারবো, না! আমি আমার স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আপনার স্বপ্ন আপনি মার্ক জুকারবারগের মত সফল ব্যক্তি হবেন। কিন্তু একবার ভেবে দেখেছেন? আপনি এই স্বপ্ন পূরণ করার জন্য কি কখনো চেষ্টা করেছেন? তাহলে ভাবুন কিভাবে আপনার স্বপ্ন পূরণ হবে? ভাবুন কিভাবে আপনি সফল হবেন? অনেকে হয়তো চেষ্টা করতে চেয়েও পর্যাপ্ত গাইডলাইন এর অভাবে বা অন্য কোন সমস্যায় করতে পারেননি। অথবা চেষ্টা করেও সফল হননি। কিন্তু মনকে একটা সান্ত্বনা দেয়া যায় “আমি চেষ্টা করেছি ” আপনি মার্ক জুকারবারগ হবার চেষ্টা যদি করে থাকেন, মার্ক জুকারবারগ হতে না পারলেও অন্তত মেহেদী হাসান (বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বড় বাংলা টেকনোলজি ব্লগিং সাইট টেকটিউনস এর প্রতিষ্ঠাতা) বা সায়েদা গুলশান ফেরদোউস জানা (বাংলাদেশের প্রথম বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়ারিন ব্লগ এর প্রতিষ্ঠাতা) হতে পারবেন। আপনার সফলতা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চেষ্টা এবং পরিশ্রম এর উপর।
আপনি আপনার সপ্ন পুরনে সচেষ্ট হোন, সফলতা আপনাকে খুঁজে নিবে।
আপনার স্বপ্ন ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়ার। আপনি স্বপ্ন দেখুন বিশ্বের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হবার। আপনি স্বপ্ন দেখুন বাংলাদেশের সেরা একজন ওয়েব ডিজাইনার হবার। এবং সেই স্বপ্ন পূরণে পরিপূর্ণ চেষ্টা করুন। আপনার লক্ষ থাকবে আপনার স্বপ্ন, সফলতা আপনাকে খুঁজে নিবে।