Lakhai Institute of Freelancing and Outsourcing

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং প্রশিক্ষণ কেন্দ্র ।

লাখাই উপজেলা - হবিগঞ্জ

সংখ্যাতত্ত্ব ও গবেষণার ওপর নির্ভর করে ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তিকে (Digital Media and Technology)কাজে লাগিয়া ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় করাকে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বলা হয়।

আগেকার দিনে বিজ্ঞাপন (Advertisement) দেওয়া হতো পোস্টার এর মাধ্যমে। কোন জনবহুল অঞ্চল বা কোনো বড় রাস্তার সামনে পোস্টারগুলো টানিয়ে দেয়া হতো। এভাবে বিজ্ঞাপন দেওয়ার ফলে বহু লোক সেই নির্দিষ্ট প্রোডাক্ট (Product) এর ব্যাপারে জেনে যেত।

তখনকার দিনে বিজ্ঞাপনদাতারা বিশ্বাস করতেন, কোন বিজ্ঞাপন যত বেশি লোক দেখতে পাবে জিনিসের বিক্রি ততই বেশি হবে।

আজ  দিন বদলেছে, টেকনোলজির দৌলতে প্রত্যেকের হাতে মোবাইল ফোন এসেছে। আর তার সাথে সাথে পাল্টে গেছে বিজ্ঞাপন দেওয়ার রীতি নীতি।

এখন বিজ্ঞাপনদাতারা চেষ্টা করেন শুধুমাত্র নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আগ্রহী লোকেদের সামনে সেই প্রোডাক্ট এর বিজ্ঞাপন তুলে ধরার জন্য।

মার্কেটিং এর দিক থেকে যদি আমরা ভেবে দেখি তবে ডিজিটাল মার্কেটিং এর বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতি খুবই যুক্তি যুক্ত।

যদি কোন ব্যাক্তি ছাতা কিনতে চান এবং তার সামনে যদি গাড়ির বিজ্ঞাপন তুলে ধরা হয় , তবে গাড়ি এবং ছাতা দুটির কোনটিই বিক্রি হবে না।

ডিজিটাল মার্কেটিং কি?

এর থেকে আন্দাজ করা সহজ যে এটি একটি উপায় যার সাহায্যে কোন সংস্থাগুলি তাদের পণ্য মার্কেটিং করে এবং যে মাধ্যমে এই মার্কেটিং টি করা হয় টা হল বৈদ্যুতিক মাধ্যমে।

ডিজিটাল মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ || ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন

“ডিজিটাল মার্কেটিং কেন করবেন?” – ডিজিটাল মার্কেটিং যে কোন ব্যবসা কে বৃদ্ধি এবং নতুন উচ্চতায় পৌঁছানোর এক দুর্দান্ত সুযোগ তৈরি কতে দিতে পারে। এর ঠিক এই কারনে আজ, সারাবিশ্বে প্রচুর ছোট ছোট ব্যবসা ডিজিটাল মার্কেটিং (digital marketing) এর গুরুত্ব বুঝেছে এবং ডিজিটাল মার্কেটিং এ বিনিয়োগ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *